ফরিদপুরে উপনির্বাচন পরবর্তী দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১০
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২২, ০২:৩৮ পূর্বাহ্ন | সারাদেশ
জাকির হোসেন (ফরিদপুর) :
ফরিদপুর-২ আসনের উপনির্বাচনে সালথা উপজেলায় নির্বাচন পরবর্তী ফলাফল ঘোষনা করার পর নৌকার আলাদা আলাদা পক্ষের বিজয় মিছিলে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। এসময় দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শনিবার (৫ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের ভাবুকদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। ভাবুকদিয়া কেন্দ্রে ফলাফল ঘোষনা করার পর বিজয় মিছিলে আধিপত্য বিস্তার নিয়ে এ হামলার হয়।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, সালথায় গট্টী ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর মতিন বাদশা এর ছেলে পাভেল রায়হান ও সেকেন্দার মোল্যার সাথে গট্টী ইউনিয়নের 2 নং ওয়ার্ড মেম্বার মুরাদ ও ইব্রাহিম মোল্যার সাথে আধিপত্য নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এই আধিপত্য নিয়ে গত কয়েক বছরে কয়েকদফা মারামারিও হয়েছে।
ফরিদপুর-২ আসনের উপ-নির্বাচনে সালথার ভাবুকদিয়া কেন্দ্রে ফলাফল ঘোষণার পর ভাবুকদিয়া স্কুলের দক্ষিণ পাশের রাস্তা দিয়ে নৌকার একটি বিজয় মিছিল বের করেন পাভেল রায়হান ও সেকেন্দার মোল্যার লোকজন। একই সময় ভাবুকদিয়া স্কুলের পশ্চিম পাশের রাস্তা দিয়ে নৌকার বিজয় মিছিল বের করে। দুই পক্ষই স্কুলের মাঠের দিকে একই সঙ্গে মিছিল নিয়ে আসতে গলে শুরু হয় আধিপত্যর লড়াই। এতে অন্তত ১০ জন আহত হয়। আহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
পাভেল রায়হান এর দাবি মিছিলে স্থানীয় মুরাদ মোল্যা ও ইব্রাহিম মোল্যার লোকজন প্রথমে তাদের মিছিলে হামলা চালালে তার লোকজনও পাল্টা হামলা করে।
তবে মুরাদ মোল্যা বিজয় মিছিলে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে বলেন, আমি পঙ্গু মানুষ। কেনই-বা আমার লোকজন প্রতিপক্ষের লোকজনের ওপর হামলা চালাবে। বরং আমার লোকজন মিছিল নিয়ে মাঠের দিকে এগুলে প্রতিপক্ষের লোকজন হামলা চালিয়েছে বলে দাবী করেন।
এদিকে, প্রতিপক্ষ সেকেন্দার মোল্যা বলেন, তার লোকজনের ওপর মুরাদ মোল্যা ও ইব্রাহিম মোল্যার লোকজন হামলা চালিয়েছেন। তিনি সংঘর্ষের সময় এলাকায় ছিলেননা বলে জানান।
এ বিষয়ে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আপাতত পরিবেশ শান্ত রয়েছে। পরবর্তীতে ঘটনার বিস্তারিত জানাতে পারবেন বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

